
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পূর্ণিমাগাতী ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ৩ টার দিকে পূর্ণিমাগাতী ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে ইউনিয়ন বিএনপির সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।পূর্ণিমাগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাসছুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি কে এম শরফুদ্দিন মঞ্জু, বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর সদস্য সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা,,পৌর যুবদলের সদস্য সচিব মো:হাসান আলী যুগ্ম আহবায়ক রিপন সরকার,উল্লাপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা,উপজেলা ছাত্রদলের সভাপতি রিসাত করিম নয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওসার প্রমুখ।
বক্তব্যে বিএনপির নেতাকর্মীরা অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবী জানায়।এবং সিসি টিভি ফুটেজ দেখে ঘটনার সাথে সরাসরি জড়িত ব্যাক্তিদের গ্রেফতারের দাবী জানায়
প্রসঙ্গতঃ উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেনের ওপর পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমান থানা ফটকের সামনে হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় শুক্রবার দুপুর গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৪০ জন কে আসামি করে উল্লাপাড়া থানায় মামলা করেন। এই মামলার প্রধান আসামি হাফিজুর ইসলাম কে শুক্রবার সন্ধ্যায় জামায়াতের পক্ষ থেকে থানায় সোপর্দ করে। এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলি বলেন আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং তিনি দাবি করেন এই ঘটনা দলীয় কোন কোন্দল নয় ব্যক্তিগত শত্রুতার জের ধরে হয়েছে।