
ধামরাই(ঢাকা)শিক্ষানবিশ প্রতিনিধি
ধামরাইতে সম্পূর্ণ গ্রামীন পরিবেশে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এস এ মডেল স্কুল, জলসীন। প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন বাবু সুপদ সরকার ও এম আশরাফ আলী। পরবর্তীতে ২০২০ সালে করোনা কালীন সময়ে প্রতিষ্ঠানটি মাধ্যমিক শাখা চালু করলে, আরো কিছু পরিচালক যুক্ত হন। প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেন মনিরুজ্জামান মনির। প্রধান শিক্ষক ও পরিচালক মতিউর রহমান। পরিচালক,প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চেষ্টায় ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি প্রথম বছরেই সাফল্য অর্জন করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্কুলটির পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ভর্তি করার মাধ্যমে শুরু হয় পদযাত্রা, আশেপাশের বিভিন্ন স্কুল থেকে ছাড়পত্র নিয়েও অনেক শিক্ষার্থী ভর্তি হয়। মেধাবী শিক্ষার্থী ভর্তি ছিল খুবই কষ্টসাধ্য। নতুন স্কুল রেজাল্ট কেমন হবে এই নিয়ে অভিভাবকদের চিন্তার কমতি ছিল না। যাদের ভর্তি করা হয় তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী ছিল ঝড়ে পড়া। মাত্র একজন শিক্ষার্থী অন্য স্কুলের মেধাবী ছাত্র ছিল যার রোল নং ০২।বাকি শিক্ষার্থীদের অন্যান্য স্কুলের গ ও খ শাখা থেকে ভর্তি করানো হয়। পরিচালকদের শৃঙ্খলা, শিক্ষকদের দিনরাত্রি পরিশ্রমের মাধ্যমে, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় প্রথম বছর সাফল্য অর্জন করে এস এ মডেল স্কুল জলসীন।প্রথম বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ জন। A+ পায় ৩জন,যা পাশের ১৫%। A গ্রেড পেয়ে উত্তীর্ণ হয় ১০জন,যা পাশের ৫০%। ৫জন শিক্ষার্থী পায় A-, একজন শিক্ষার্থী B গ্রেড ও একজন F গ্রেড(সাধারণ বিজ্ঞান) পায়। পাশের হার ৯৫%। এলাকাবাসী সকলেই মনে করেন তাদের সন্তানদের ভালো ফলাফলের জন্য এইরকম একটি প্রতিষ্ঠান প্রয়োজন ছিল। নিয়মিত ক্লাস, সাময়িক পরীক্ষা, ও শিক্ষকদের প্রচেষ্টার মাধ্যমে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ভালো ফলাফলের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষকরা। প্রতিষ্ঠানটি সভাপতি মনিরুজ্জামান মনির বলেন আমরা প্রতিষ্ঠানটির ফলাফল ভালো করার জন্য চেষ্টা অব্যাহত রাখবো,অভিভাবকদের সাথে আলোচনা করে যুগোপযোগী সকল সিদ্ধান্ত গ্রহণ করব।