বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা...

ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা ও আলোক চিত্র প্রদর্শনী-করা হয়।

দাগনভূঞা(ফেনী)শিক্ষানবিশ প্রতিনিধি

আজ ২৮শে অক্টোবর রোজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঁইয়া উপজেলা কর্তৃক   আয়োজিত   ঐতিহাসিক “২৮ অক্টোবর” পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে     আলোচনা সভা ও আলোক চিত্র প্রদর্শনী-করা  হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা  জামায়াতের আমীর গাজী সালাহ উদ্দিন।

বিশেষ আলোচক হিসেবে  বক্তব্য দেন..

উপজেলা জামায়াতের  সেক্রেটারি : কামাল উদ্দীন পাটোয়ারী।

বিশেষ বক্তা : পৌর জামায়াতের আমীর

মাওলানা কামরুল আহসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন :

পৌর সেক্রেটারি : আবু সাঈদ কামরুজ্জামান।

৭নং মাতুভূঁইয়া ইউনিয়ন আমীর: মাওলানা নুরুল আমীন।

আরও বক্তব্য রাখেন :

সাবেক প্যানেল মেয়র কমিশনার কামাল উদ্দীন (লতা কামাল)

৩নং চন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের  সেক্রেটারি : হাছান

শিবিরে সাবেক জেলা সভাপতি :

নুর নবী রুবেল।

দাগনভূঁইয়া মডেল শাখার

শিবির সভাপতি :  মোহসেন মিরাজ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments