বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাওব্যাট টিউটোরিয়াল সেন্টার সুবিধাবঞ্চিত হাজারো শিহ্মার্থীর আস্থা ।

ওব্যাট টিউটোরিয়াল সেন্টার সুবিধাবঞ্চিত হাজারো শিহ্মার্থীর আস্থা ।

মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি। 

ওব্যাট কানাডার অর্থায়নে প্রান্তিক উন্নয়ন সোসাইটি কতৃক পরিচালিত”ওব্যাট টিউটোরিয়াল সেন্টার” সৈয়দপুর।

প্রতিষ্ঠানের লহ্ম্য সুবিধাবঞ্চিত শিহ্মার্থীদের মানসম্মত শিহ্মা প্রদান।শিহ্মার ফলস্বরূপ তারা যাতে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে এবং একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

প্রতিষ্ঠানটি সৈয়দপুর শহরের প্রানকেন্দ্রে প্রায়১ যুগ ধরে সম্মান, মর্যাদা, গৌরব ও সফলতার সাথে এগিয়ে যাচ্ছে ।

কোচিং সেন্টারে অষ্টম হতে দাদ্বশ শ্রেনী পর্যন্ত (মানবিক,ব্যবসায় শিহ্মা,বিজ্ঞান) বিভাগের বিভিন্ন বিষয়ের পাঠদান চালু রয়েছে।সুশৃঙ্খল ও মার্জিত পরিবেশ এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় ক্লাস কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।বর্তমানে প্রায় তিন শতাধিক শিহ্মার্থী এই প্রতিষ্ঠানে অধ্যায়নরত।

আজ রোববার (১২ মে) সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। উক্ত ফলাফলে ওব্যাট টিউটোরিয়াল সেন্টারের ৩৬ জন শিহ্মার্থী অংশগ্রহণ করে।৫ জন গোল্ডেন A+ মোট ৯ জন জিপিএ ৫ পেয়েছে।১৯ জন A গ্রেডসহ শতভাগ শিহ্মার্থী পাস করে।

প্রতিষ্ঠানের অনেক শিহ্মার্থী উচ্চ শিহ্মা অর্জনের লহ্ম্যে মেডিকেল,প্রকৌশলী,বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য শিহ্মা প্রতিষ্ঠানে পড়া শেষ করেছে/ অধ্যয়নরত আছে।এই শিহ্মার্থীরা একদিন অন্যদেরকে সহযোগীতার হাত বাড়িয়ে দিবে বলে প্রতিষ্ঠান আশাবাদী।

একাডেমিক ক্লাসের পাশাপাশি শিহ্মার্থীদের মেধা উন্নয়নের লহ্ম্যে বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে কুইজ প্রতিযোগীতা, চিএাঙ্কনসহ নানাবিধ আয়োজন করে থাকে প্রতিষ্ঠান।

নিয়মিত ক্লাস পরীহ্মা,অভিভাবক ও শিহ্মক মতবিনিময় সভার মাধ্যমে যুগোপযোগী শিহ্মা প্রদান ও শিহ্মার মান তরান্বিত করার বিভিন্ন প্রয়াস করে চলছে ওব্যাট টিউটোরিয়াল সেন্টার।

সৈয়দপুর শহরের হাজারো শিহ্মার্থীর স্বপ্ন পূরনের স্বার্থে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত শিহ্মকগণ।যার ফলে ওব্যাট টিউটোরিয়াল এখন সুবিধাবঞ্চিত শতাধিক শিহ্মার্থীর আস্থা।

ওব্যাট টিউটোরিয়াল সেন্টারের ইনচার্য মো: ইরফান আজম বলেন এটা শুধুমাত্র শিক্ষকদের কঠোর পরিশ্রম, অভিভাবকের আন্তরিকতা, সর্বোপরি কোচিং পরিচালনা ও শিক্ষার্থীদের প্রচেষ্টার ফল।

তিনি এ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক মন্ডলীদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments