বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন ফরম জমা।

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন ফরম জমা।

শামসুল আলম শারেক ,টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি। 

আসন্ন ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন ফরম দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২ মে) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা উপজেলা যুব লীগের সভাপতি নুরুল আলম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ ও তাঁর ছেলে দিদার মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন, টেকনাফ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম ও টেকনাফ পৌরসভা কুলাল পাড়া এলাকার আবু ছিদ্দিক আবু।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, হ্নীলা ইউনিয়নের মহিলা মেম্বার মর্জিনা আক্তার ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক গোলাপজান আক্তার মনোনয়ন ফরন জমা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফ উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে আগামী ৫ মে রবিবার।

উল্লেখ্য মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার। প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

২৯ মে বুধবার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments