বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারের টেকনাফে ফ্রি ফায়ার" এ পরিচয়ে খুলনার মেয়ের বিয়ে!অতঃপর গলায় ফাঁস লাগিয়ে...

কক্সবাজারের টেকনাফে ফ্রি ফায়ার” এ পরিচয়ে খুলনার মেয়ের বিয়ে!অতঃপর গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা।

শামসুল আলম শারেক,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে এক গৃহবধূরর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে বলে দাবী করেছেন তার স্বামী মুহাম্মদ ইমাদ।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১১ টারদিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম মুমতাহিনা মুহনা। সে খুলনা জেলার মুহাম্মদ মোস্তফা ও মনোয়ারা বেগম দম্পতির মেয়ে।

নিহতের স্বামী ইমাদ জানান,গতকাল (২মে) রাত ১১ টারদিকে ঘরের দরজার বাহিরে তালা দিয়ে হ্নীলায় বোনের বাড়িতে বেড়াতে যায়। বোনের বাড়িতে গিয়ে নিহত স্ত্রীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ না করায় সকালে দ্রুত ঘরে এসে দরজার তালা খোলামাত্র মুহনার মৃতদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় ইমাদ । পরে সে ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহট নামান বলে জানায় ইমাদ।

অনলাইন গেইমস -ফ্রি ফায়ারে” পরিচয়ের মধ্যদিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সেই প্রেমের সম্পর্কের সূত্রধরেই ৬ মাস আগে তাদের দুজনের বিয়ে হয়।

কেন একজন মেয়েকে ঘরে তালাবদ্ধ করে রেখেছে? এর ভেতরের অনেক রহস্য থাকতে পারে বলে দাবি করেন স্থানীয়রা।

নিহতের স্বামী ও তার শাশুড়ীকে প্রশাসন জিজ্ঞেসাবাদ করলেই মূল রহস্য বের হয়ে আসবে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় মেম্বার বাদশাহ মিয়া বলেন,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃতদেহের গলায় দাগ দেখেছি, তবে বিস্তারিত তেমন কিছু জানি না। মূল রহস্য কি সেটা প্রশাসন তদন্ত করে বের করতে পারবে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি শাহাদাত সিরাজী বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, মরদেহের সুরতহাল শেষে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি বলেছেন মরদেহ টি ময়না তদন্ত শেষে দাফনের ব্যবস্থা করাহবে। এবং এব্যাপারে একটি অপ মৃত্যু মামলা রুজু করাহবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments