বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাকটিয়াদী উপজেলায় মডেল প্রেসক্লাবের কমিটি গঠন

কটিয়াদী উপজেলায় মডেল প্রেসক্লাবের কমিটি গঠন

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ,কটিয়াদী (কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

এতে দৈনিক খবরপত্র ও দি বাংলাদেশ টুডের উপজেলা প্রতিনিধি জনাব মো. সাইফুল ইসলাম সভাপতি ও দৈনিক ভোরের দর্পনের উপজেলা প্রতিনিধি মো. মোফাসসেল সরকার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার বাসস্ট্যান্ডে কটিয়াদী মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের ভঙ্গুর কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন বছর মেয়াদি এই নতুন কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি জনাব মোঃ. মফিজ উদ্দিন নয়ন ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি জনাব সৈয়দ আলীউজ্জামান মহসিন। যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ডেসটিনির উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার  উপজেলা প্রতিনিধি জনাব জজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলার নবকন্ঠের উপজেলা প্রতিনিধি জনাব আসাদ মিয়া, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি জনাব হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক দৈনিক প্রথম বাংলার উপজেলা প্রতিনিধি জনাব এ.এস.এম হামিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নাগরিক ভাবনার উপজেলা প্রতিনিধি জনাব নাঈম ইসলাম। নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোবারক হোসেন (দৈনিক সংগ্রাম), জনাব আশরাফুল ইসলাম সুমন (দৈনিক আমার দেশ), জনাব মিজানুর রহমান (দৈনিক আজকালের খবর), জনাব মো. নজরুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল), জনাব এখলাস উদ্দিন (দৈনিক খবরের আলো)।
উপজেলা মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব মো. সাইফুল ইসলামের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোফাসসেল সরকারের সঞ্চালনায় এসময় কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের গঠনতন্ত্র পাঠ করা হয়।
উল্লেখ্য যে, গত (জুলাই – আগষ্টের) ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পরবর্তীতে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ যায়। পরবর্তীতে একঝাঁক তরুণ ও উদীয়মান সংবাদ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফসল স্বরুপ আজকের এই আশা আকাঙ্ক্ষার কমিটি বাস্তবায়িত করা সম্ভব হয়েছে বলে মনে করেন নবনির্বাচিত সকল প্রতিনিধিগণ। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments