বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকবরস্থানের গাছ কর্তন করে বিক্রির অভিযোগ মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে।

কবরস্থানের গাছ কর্তন করে বিক্রির অভিযোগ মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে।

জেলা নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার।

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড দক্ষিন পাড়া, নতুন পাড়া ও ২নং ওয়ার্ডের দোছড়ী দক্ষিণ কোল সমাজের দীর্ঘ দিনের বিভিন্ন প্রজাতির খাঁড়া গাছ কর্তন করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে,

দক্ষিণ পাড়া মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে এহেন ঘটনায় গোটা এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন প্রবীণ মুরব্বি বলেন এ-ই গাছ কবরস্থানের গাছ এইটা চার সমাজের সম্মেলিত কবরস্থান কিন্তু কাউকে কোন কিছু না জানিয়ে দক্ষিণ পাড়া মসজিদ কমিটির সভাপতি বদুর নেতৃত্বে একদল কুচক্রী মহল কবরস্থানের গাছ বিক্রি করে টাকা নয়ছয় করছে। অপরদিকে নতুন পাড়া সমাজের একজন সচেতন মুরব্বি বলেন এইটা সরকারি খাস যায়গা এই যায়গার গাছ ভূমি অফিস বা ভূমি কর্মকর্তার অনুমতি ছাড়া বিক্রি করার সুযোগ নেই কিন্তু দক্ষিণ পাড়া মসজিদ কমিটির সভাপতি বদু আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কবরস্থানের গাছ বিক্রি করে টাকা নয়ছয় করছে যা সম্পূর্ণ বেআইনি বিক্রয়কৃত গাছের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটির কোনো ধরনের সভা, রেজুলেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হযনি। এমনকি মৌখিকভাবেও জানানো হয়নি কমিটির কোনো সদস্যকে।

অনিয়ম-দুর্নীতি,স্বেচ্ছাচারিতা এবং গাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে দক্ষিণ পাড়া মসজিদ কমিটির সভাপতি বদু বলেন কমিটির সাথে আলোচনা করে গাছ কাটার সিদ্ধান্ত হয় এটি কবরস্থানে নামে কাগজ পত্র রয়েছে প্রতিবেদক কমিটির সভাপতি বদুকে প্রশ্ন করলে সরকারি খাস যায়গার গাছ ভূমি অফিস বা ভূমি কর্মকর্তার অনুমতি ছাড়া কর্তন করার কোন আইনগত অধিকার আছে কিনা জানতে চাইলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেননি বরং প্রতিবেদকের সাথে দেখা করার কথা বলেন।

এদিকে কচ্ছপিয়া দক্ষিণ পাড়া,নতুন পাড়া দোছড়ী দক্ষিণ কোলের স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments