
জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
রামুতে উৎসব মুখর পরিবেশে হাট ও বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদনকারী ইজারাদারদের নিয়ে জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১২টি বাজারের ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। ১২ বাজারের মধ্যে সর্বোচ্চ দামে ইজারা হয়েছে গর্জনীয়া বাজার।
জানা যায়, হাট বাজারের সরকারি ইজারা নীতিমালা অনুসারে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় দরপত্র আহ্বান করা হয়। দরপত্র সংগ্রহের শেষ সময় ছিলো ৫ মার্চ বেলা ৩টা পর্যন্ত। দরপত্র গ্রহন করা হয় ৬ মার্চ দুপুর ১টা পর্যন্ত।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের নেতৃত্বে সকল স্থরের মানুষের উপস্থিতিতে বিকেল ৩ টায় দরপত্র বাক্স খোলা হয়। তৎমধ্যে সর্বোচ্চ দরে আবুল বশর বাবু রামু ফকিরা বাজার ইজারা পান। সর্বোচ্চ দরে মোঃ তৌহিদুল ইসলাম রামু গর্জনিয়া বাজার, সর্বোচ্চ দরে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ হিমছড়ি বাজার, সর্বোচ্চ দরে মোঃ ছানাউল্লাহ পাঞ্জাখানা বাজার, সর্বোচ্চ দরে হেমসেল রশিদ উত্তর মিঠাছড়ি বাজার, সর্বোচ্চ দরে আবিদুর রহমান নতুন বাজার, সর্বোচ্চ দরে আহমদ নবী মামুন মিয়ার বাজার, সর্বোচ্চ দরে আবদুর রশিদ চাকমারকুল বাজার, সর্বোচ্চ দরে জাবেদ ইকবাল পানেরছড়া স্টেশন বাজার, সর্বোচ্চ দরে জাবেদ ইকবাল কাটির মাথা বাজার, সর্বোচ্চ দরে হেমসেল রশিদ জোয়ারিয়ানালা বাজার ও সর্বোচ্চ দরে নুরুল আবছার কাউয়ারখোপ বাজার ইজারা পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল, রামু থানা অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইজারাদার গন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বাজার ইজারাদারগন জানান, উপজেলা প্রশাসনের বাজার ডাক কার্যক্রম নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। এভাবে উৎসবমুখর পরিবেশে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তায় অতীতে রামুতে এরকম বাজার ডাকের কার্যক্রম হয়নি বলে মন্তব্য করেন।
তারা আরো জানান, এ বছর আমরা প্রতিযোগিতার মাধ্যমে সর্বোচ্চ দামে ইজারা নিয়েছি। তারা বাজারের শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সমস্ত শর্ত মেনে বাজার পরিচালনা করবেন বলেও জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম বলেন, সকলের সামনে দরপত্র বাক্স খোলা হয়েছে। হাট ও বাজারের ইজারা কার্যক্রম নীতিমালা অনুসরন করে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য যে রামুর হাট বাজার ইজারার মাধ্যমে প্রতিবছর সরকার বিপুল পরিমান রাজস্ব পেয়ে থাকে।
এদিকে দীর্ঘদিন পর রামুর হাট-বাজার আওয়ামী লীগের সাবেক সাংসদ সাইমুম সরওয়ার কমল সিন্ডিকেট মুক্ত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে রামুবাসী।