
সিরাজুল ইসলাম,কাঠালিয়া(ঝালকাঠি)শিক্ষানবিশ প্রতিনিধি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলায় বিজয়ী হলেন যাহারা
উপজেলা চেয়ারম্যান মোঃ ইমাদুল হক মনির দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২০৩৭৫ ভোট তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গোলাম কিবরিয়া সিকদার প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬৮১ ভোট মোট প্রার্থী ছিলেন চারজন এর মধ্যে মোঃ শহিদুল ইসলাম শহীদ তিনি আনারস প্রত্যেক নিয়ে পেয়েছেন ১২ ২৮৭ ভোট মোহাম্মদ তরুণ শিকদার ঘর থেকে পেয়েছেন ১৮০৯ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন মোট ৬ জন। মোঃ আব্দুল জলিল মিয়াজী বই প্রতীক নিয়ে ৯৭০৩ ভোট এ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মনিরুজ্জামান গোলদার তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২১০ ভোট এছাড়াও শ্রী গৌতম চন্দ্র মন্ডল টিয়া পাখি প্রতিক কে পেয়েছেন ৮৮৫২ভোট মোঃ তরিকুল ইসলাম চশমা পরতেক নিয়ে পেয়েছেন ৪৬১০ ভোট মোঃ রেজাউল করিম সাদ্দাম উড়োজাহাজ প্রতি কে পেয়েছেন ৭৭৩৭ সৈয়দ মাইনুল হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩২১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন মোট পাঁচজন মোছাম্মৎ সাহিদা আক্তার বিন্দু প্রজাপতি প্রতীক নিয়ে ১৯৮৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাম্মাৎ শাহনাজ বেগম পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১০৩০৩ ভোট এছাড়াও নাজনীন আক্তার তুলি কলস পতিকে পেয়েছেন ৪১৭৫ ভোটমোছাম্মৎ ফাতেমা খানম হাস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৭৮ ভোট, শেফালী বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫২০ ভোট। কাঠালিয়া উপজেলায় মোট ইউনিয়ন ছয়টিমোট কেন্দ্র সংখ্যা ছিল ৪০ টি মোট ভোটার সংখ্যা ৯৫৭৯১ জন এর মধ্যেও পুরুষ ভোটার আর ৪০ হাজার ৯৬২ জন আর নারীর ভোটার সংখ্যা ৪৬৮২৭ জন হিজড়া দুইজন। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুবই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে।
দীর্ঘদিন পর জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ করেছে তাদের সঠিক নেতাকে তারা বেছে নিয়েছে তাই সকল বাংলাদেশ সরকার ও প্রশাসনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।