
মোঃ ফয়সাল আহম্মদ,কাঠালিয়া(ঝালকাঠী)প্রতিনিধি।
ঝালকাঠির কাঠালিয়ায় একটি পাঞ্জেখানা মসজিদ থেকে দেলোয়ার হোসেন নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম থেকে লাঁশটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত্যু মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায় ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে শনিবার সন্ধ্যায় মরিচবুনিয়া বাজারের একটি দোকানে ইফতার করে বাড়ীতে যায় দেলোয়ার হোসেন। পরবর্তীতে কাউকে কিছু না বলে সে ঘর থেকে বের হয়ে যায়। স্বজনদের ধারনা তিনি নামাজ পড়তে গেছেন। রাত গভীর হলে দেলোয়ার হোসেন ঘরে ফিরে না আসায়, খুজতে বের হয় স্বজনরা। বাড়ীর সামনের মসজিদে গিয়ে আড়ার সাথে দেলোয়ার হোসেনকে ঝুলতে দেখে স্বজনরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন সরকার জানান, লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।