বাড়িএক্সক্লুসিভ নিউজকানাইঘাটে পুকুর থেকে এক সন্তানের জননীর লাশ উদ্ধার

কানাইঘাটে পুকুর থেকে এক সন্তানের জননীর লাশ উদ্ধার

কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল আগফৌদ গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ বাড়ীর পুকুর হতে গলায় পাটা বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।

জানা যায়, বীরদল আগফৌদ গ্রামের প্রবাসী হেলাল আহমদের স্ত্রী মুসলিমা বেগম তিন বছরের শিশু ছেলে আরিফ আফসারকে নিয়ে ২৮ আগস্ট রবিবার ৯টার দিকে খাবার খেয়ে নিজ কক্ষে শুয়ে পড়েন।

২৯ আগস্ট সোমবার ভোর পাঁচটার দিকে মুসলিমার শাশুড়ী ও শিশু আরিফ আফসারের কান্না শুনতে পেলে মুসলিমাকে ডাকতে থাকে। কোনো সাড়া শব্দ না পেয়ে শয়ন কক্ষে তারা ঢুকতে চেয়ে দেখেন বসত ঘরের বাহির দিকে দরজা লাগানো অবস্থায় আছে। বাড়ীর লোকজন ঘরে প্রবেশ করে দেখেন তিন বছরের শিশু আরিফের গলায় তার মায়ের কাপড়ের আচল প্যাচানো ও দুহাত বাঁধা রয়েছে।

একপর্যায়ে বাড়ির লোকজন মুসলিমাকে খোঁজতে থাকে ও বাড়ির পুকুরঘাটে তার জুতা পড়ে থাকতে দেখন। মুসলিমার কোনো সন্ধান না পেয়ে কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

সকাল ১১টার দিকে বাড়ীর পুকুরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তল্লাশি চালিয়ে গলায় পাটা পেচানো অবস্থায় মুসলিমার লাশ উদ্ধার করে।

কানাইঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) অরুপ সাগর জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মুসলিমা বাড়ীর সবার অগোচরে ভোররাতে গলায় পাটা প্যাচিয়ে পুকুরে ঝাপ দিয়ে আত্নহত্যা করতে পারে। মুসলিমার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে পাঠানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments