বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকাপাসিয়া সনমানিয়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের শপথ 

কাপাসিয়া সনমানিয়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের শপথ 

মোজাম্মেল হোসেন,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছেন নব-নির্বাচিত চেয়ারম্যান মোবারক হোসেন। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম শপথ বাক্য পাঠ করান। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহিদ হোসেন উপস্থিত ছিলেন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে সেখানে চলতি বছরের ৯ মার্চ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোবারক হোসেন চেয়ারম্যান হিসাবে বিজয়ী হন। এ সংক্রান্ত গেজেট প্রকাশের পর নব নির্বাচিত চেয়ারম্যানকে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করানো শেষে জেলা প্রশাসক নব নির্বাচিত চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে সৎ, নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী সরকারের ভিশন ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষে সকল সহায়তা করা হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments