
মোঃ মোজাম্মেল হোসেন,কাপাসিয়া(গাজিপুর)বিশেষ প্রতিনিধি।
গাজীপুরের কাপাসিয়ায় স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ফাইনাল ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এদিন বারাব ভলিবল দল কাপাসিয়া বনাম চরকাওলা ধরপাড়া ধুমকেতু ভলিবল একাদশ গাজীপুরের মধ্যে এ ফাইনাল ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ধরপাড়া গ্রাম যুব সমাজ ও যুগান্তর মিডিয়া পার্টনার আয়োজনে উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. আব্দুল কাদের।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ।
বিশেষ অতিথি ছিলেন- যুগান্তর স্বজন উপজেলা সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ গণি, মাগুরা যুগ্ম জেলা ও দায়রা জাজ সুলতান উদ্দিন প্রধান। কাপাসিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাফিজুল হল চৌধুরী আইয়ুব, ইউপি সদস্য আতিকুর রহমান আতিক।
চরকাওলা ধরপাড়া ধুমকেতু ভলিবল একাদশ গাজীপুর ৭৫-৭২ পয়েন্ট ব্যবধানে কাপাসিয়া বারাব ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রাইজমানি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মতিউর রহমান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. ফজলুর রহমান সরকার, গাজীপুর মহানগর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন খান, ডা. কামরুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম মোড়ল ও ক্রীড়াবিদ সাজাহান খান প্রমুখ।