
মোঃমোজাম্মেল হোসেন,কাপাসিয়া(গাজিপুর)বিশেষ প্রতিনিধি।
কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
গাজীপুর (৪) কাপাসিয়া সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি মাননীয় প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অন্যান্যের মধ্যে এ সময় আরো উপস্হিতি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ এডভোকেট আমানত হোসেন খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।
কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবু বক্কর মিয়া। স্বাধীনতা দিবস উপলক্ষে কাপাসিয়া থানা পুলিশের কুচ কাওয়াচ ও কচিকাঁচা শিক্ষার্থীদের আলোক চিত্রি প্রদর্শনী কুচকাওয়াচ সহ স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে।