বাড়িবাংলাদেশেঢাকা বিভাগকালকিনিতে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ নিধন:

কালকিনিতে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ নিধন:

নাসির উদ্দিন,মাদারীপুর সদর (মাদারীপুর) প্রতিনিধি।

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে সজীব বেপারী (৩৮) নামে এক ব্যবসায়ীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

এতে করে ওই ব্যবসায়ীর প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত সজীব পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের লুৎফার রহমান বেপারীর ছেলে। আজ সোমবার সকালে ভুক্তভোগী পরিবার সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সরেজিমন ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, সজীব বেপারী তার বাড়ির পুকুরে রুই, কাতল ও তেলাপিয়াসহ বিভিন্ন দেশী প্রজাতীর মাছ দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন।

পূর্ব শত্রুতার জের ধরে রোববার গভীর রাতে একদল দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে করে ওই পুকুরের সমস্ত মাছ মড়ে গিয়ে পানির উপর ভেসে ওঠে।ভূক্তভোগী সজীব বেপারী জানান, পুর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে পুকুরের সমস্ত মাছ বিষ ঢেলে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

আবার গভীর রাতে আমার বসত ঘরের উপর ইটপাটকেল ও একটি ককটেল মেরেছে। আমি প্রশাসনের মাধ্যমে বিচার চাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments