বাড়িবাংলাদেশেঢাকা বিভাগকালকিনিতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে জামাই নিখোঁজ।

কালকিনিতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে জামাই নিখোঁজ।

নাসির উদ্দিন, মাদারীপুর সদর উপজেলা প্রতিনিধি :

শ্বশুর বাড়ি বেড়াতে এসে মাদারীপুরের কালকিনিতে মোঃ সাগর মৃধা (২২) নামে এক নতুন জামাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোজ হয়েছে। নিখোঁজ হওয়া যুবক সাগর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার ওবায়দুর মৃধার ছেলে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে অনেক খোঁজাখুজি করেও তার কোন হদিস পাননি। তার আজ শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাগর মৃধা শুক্রবার দুপুরে তার শ্বশুর জুয়েল রাঢ়ী বাড়ি কালকিনি উপজেলার রমজানপুর এলাকার নুতন টরকী এলাকায় বেড়াতে আসেন। আজ শনিবার ৩টার দিকে সাগর মৃধা তার শ্বশুর বাড়ির পাশে পালরদ্দী নদীতে গোসল করতে যান। তিনি নদীতে নেমে একটি কলাগাছ নিয়ে একা সাতার কাটতে যান। এসময় কলা গাছ তার হাত থেকে ফসকে গেলে সাগর গভীর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন তাকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। কিন্তু তারা নদীতে অনেক খোঁজাখুজি করেও সাগরের কোন সন্ধান পাননি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য নান্নু ফকির বলেন, সাগর মৃধা সাতার না জেনে নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে নিখোজ হয়েছে। তার কোন সন্ধান মেলেনি।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ খোকন জানান, আমরা কালকিনি ও গৌরনদী ফায়ার সার্ভিস টিম মিলে চেষ্টা করেও সাগরের সন্ধান পাইনি। তবে চেষ্টা অব্যহত আছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments