
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর সম্রাট কে বৃহস্পতিবার ঢাকার বাড্ডা থানা এলাকার আফতাবনগর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসতিয়াক কবির সম্রাট কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীরের ছেলে। বাড্ডা থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজহারুল ইসলাম গনমাধ্যমকে জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ইশতিয়াক কবির সম্রাট বাড্ডা থানা এলাকার আফতাবনগরে ঘোরাঘুরি করছেন।পরে তাকে গ্রেফতার করে কালিয়াকৈর থানায় বিষয়টি অবহিত করা হয়। গ্রেপ্তারকৃত সম্রাটকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হবে।