
শাহিদুল ইসলাম ,গাজীপুর কালিয়াকৈর বিশেষ প্রতিনিধি ঃ
গত ১৪দিনে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কিছু লোক সরকারী বনে কিছু জমি দখল করে এবং বনের গাছ কেটে গাজীপুর কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক নতুন ঘর নির্মাণ করেছেন।বাদা দেওয়া হামলার হয়েছে বন বিভাগের কর্মকর্তারা উপর।
জানা যায় ৫ আগষ্ট চন্দ্রা ফয়েষ্ট অফিস ও খাড়াজোড়া চেকপোস্ট থানার হামলার চালায় দুর্বৃত্তরা।এসময় ফয়েষ্ট অফিস থেকে লুট করে নিয়ে জান অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি। এসময় ভয় পেয়ে পালিয়ে যান বনবিভাগের কর্মকর্তারা। এ সুযোগে ভূমিদূস্যারা সরকারী জমি দখল করেন এবং বনের গাছ কেটে পাঁচ শতাধিক ঘরবাড়ি বানিয়েছেন। এদের মমদ দিচ্ছেন কয়েকজন এলাকায় নেতা। এছাড়া আগের থেকে দখলে সঙ্গে জড়িত আওয়ামী লীগের বেশ কিছু সুযোগ সন্ধানী নেতাকর্মীরা।
স্থানীয় লোকজন বলেছেন গত দুই সপ্তাহে ধরে দেশের
অস্বাভাবিক পরিস্থিতি সুযোগ নিয়ে বন বিভাগের জমি দখল নিয়ে মহোৎসব চলছে। এ সুযোগে তাদের সুবিধা মত বনের গাছ কেটে ইট ,টিন দিয়ে ঘর নির্মাণ করছেন। দীর্ঘদিন একাজ করতে এলাকায় আওয়ামী লীগের কিছু পাতীনেতারা।৫আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করা পর এসব নেতা ও বিএনপি নেতাকর্মী সঙ্গে হাত মিলিয়ে দখলের নেমেছেন। বনভূমি ও প্রকৃতি ভারসাম্য রক্ষা করতে দূতসময়ে মধ্যে এসব দখল উচ্ছেদ করা দরকার।
উপজেলা বিভিন্ন স্থানে ঘুরে ও ফয়েষ্ট অফিস সূত্রে জানা যায় বক্তারপুর এলাকায় এরশাদ মিয়া বনের জমিতে পাঁচটা রোম করেছেন। মাটির কাঁটা ছাপরা মসজিদের এলাকায় ইসমাইল হোসেন,মাসুদ মিয়া, শাহজালাল, আফজাল হোসেন,হাসমত মিয়া,হেলু মিয়া মিলে দেড়শতাধিক ঘর নির্মাণ করেছেন।
বন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এখন পর্যন্ত আমাদের কোন অস্ত্র ও গুলি উদ্ধার করা সম্ভব হয়নি।