বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে অগ্নি কান্ডে ২৫ টি কক্ষ  পুড়ে ছাই

কালিয়াকৈরে অগ্নি কান্ডে ২৫ টি কক্ষ  পুড়ে ছাই

কালিয়াকৈর (গাজীপুর)  প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ূপূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় আগুনে পুড়ে ২৫ টি কক্ষ  পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকার উসমান আলীর বাড়িতে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।

এলাকা বাসী ও ফায়ার সাভিস সূএে জানা যায়, অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নি কান্ডে উসমান আলীর টিনসেট বাড়ির ২৫ টি কক্ষ পুড়ে  ছাই হওয়ার ঘটনা ঘটে। ফায়ার সাভিসের দুইটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরিবারের ধারনা আগুনে পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়  ।জানা যায় – সালেহা বেগমের কক্ষ থেকে ফ্রিজের লাইন ব্রাস্ট হয়ে  আগুনের সূত্রপাত ঘটে পরে মুহূর্তে আগুনের  শিখা অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে আগুন নেভাতে চেষ্টা য় ব্যর্থ হলে  ফায়ার সাভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সাভিসের ইনচার্জ  ইখতেখার চৌধুরী রায়হান জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সাভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবেধারনা করাযায় শর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো  জানা যায়নি।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments