বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

স্বপন সরকার, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে অজ্ঞাত (৩২)যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দারুচিনি রেস্টুরেন্ট এর সামনে অজ্ঞান অবস্থায় ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষনা করেন। তবে নিহতের সাথে কোন পরিচয় পত্র না থাকায় পরিচয় সনাক্ত সম্ভব হয়নি।

পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় নিহতের পড়নে ছিলো লাল কালো টির্সাট ও কালো জিন্সের পেন্ট। মৃত্যুর কারন এখানো জানা যায়নি, ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যু কারন জানা যাবে ।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জোবায়ের আহম্মেদ জানান, অজ্ঞাত যুবকের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তে প্রশাসন তদন্ত করছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments