
স্বপন সরকার কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তার অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে ক্লাস বর্জন করে ওই কর্মসুচি পালন করা হয়। এসময় শির্ক্ষাথীরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকা প্রদক্ষিন করে।
জানা যায়, বাংলাদেশ স্কাউটস পরিচালিত মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ। ২০২৩ সালের ১৬ মে মোহাম্মদ শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অভিযোগ রয়েছে যোগদানের পর থেকেই তিনি শিক্ষক কর্মচারী,শিক্ষার্থী ও অভিবাবকদের সাথে চরম দুর্বব্যহার করতে শুরু করেন। তিনি যোগদানের পর থেকে ত্রæমবর্ধমান হারে শিক্ষার্থী ভর্তি কমতে থাকে। বিগত ৩০ বছরের মধ্যে ২০২৪ সালের এস এসসির পরীক্ষার ফলাফল সব্বোচ্ছ খারাপ হয়েছে। ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষের চরম সেচ্ছাচারিতা তার আচরন সকলকে অতিষ্ঠ করে তুলে। শিক্ষকদের গালিগালাছ করা,শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও আভিববকদের সাথে দুর্বব্যহার,শিক্ষক কর্মচারী নারী শিক্ষকদের ধর্মীয় অনুভুতি কটুক্তি করা,নায্য দাবীর কথা বললে হুমকী প্রদানসহ অর্থ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত। মাসখানেক আগে তিনি মৌখিকভাবে পদত্যাগের প্রতিশ্রæতি দিলেও সা¤প্রতিককালে ফিরে আসার চেষ্টা করলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে। শহিদুল ইসলামের বিরুদ্ধে ৬৭জন শিক্ষক কর্মচারী ও ২৪জন নারী শিক্ষক কর্মচারী স্বাক্ষরিত আবেদনে অনাস্থা জানিয়ে ১৭ সেপ্টেম্বর গর্ভনিংবডির সভাপতির কাছে দরখাস্ত দিয়েছেন। শিক্ষার্থীরা নানা ¯েøাগানে ওই অধ্যক্ষের স্থায়ী পদত্যাগের দাবি করে।
মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের মোবাইলে যোগাযোগ করলে তিনি মোবাইল রিসিভ করেননি।
শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।