বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে পৃথক স্থানে দুটি লাশ উদ্ধার।

কালিয়াকৈরে পৃথক স্থানে দুটি লাশ উদ্ধার।

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

উপজেলার পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী হাবিবুর রহমানের স্ত্রী আর্জিনা বেগম ( ৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।

এলাকা বাসী ও পুলিশ সূএে জানা যায়, ভাঙ্গারি ব্যবসায়ী হাবিবুরের সাথে প্রেম করে আর্জিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বেলাল উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করত। হাবিবুর রহমানের এর আগেও স্ত্রী সন্তান রয়েছে। আর্জিনা বেগম তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী কে না জানিয়ে বিয়ে করার পর থেকে দুই সতীনের মাঝে ফোনে প্রায় নানা বিষয় নিয়ে ঝগড়া হতো। ব্যবসায়িক কাজে হাবিবুর রহমান প্রায়ই বাহিরে থাকে। এই নিয়ে আর্জিনার সাথে রবিবার প্রথম স্ত্রীর সাথে ফোনে ব্যাপক ঝগড়া হয় । পরে ওই দিন মধ্যরাতে ঘরের আড়ের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

কালিয়াকৈর থানার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন।

অন্যদিকে উপজেলার আন্দার মানিক পূর্বপাড়া এলাকা থেকে মাহমুদা জান্নাতি (২৫) নামের এ গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হলেন দিনাজপুর জেলার চিচির বন্দর উপজেলার ভোলানাথপুর এলাকার মোহাম্মদ আলীর মেয়ে মাহমুদা জান্নাতি। তিনি উপজেলার আন্দামানিক পূর্বপাড়া এলাকার সেলিম সরকারের ভাড়া বাড়িতে থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাহমুদা জান্নাতির স্বামীর সাথে বিরোধ ছিল। স্বামী আরেকটি বিয়ে করেছে এ নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। পরে সোমবার সকালে ভাড়া বাড়িতে ঘরের আড়ের সাথে ওড়না দিয়ে গলায় প্যাচিয়ে আত্মহত্যা করে। মৌচাক ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। মৌচাক ফাঁড়ির এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments