
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় শুক্রবার সকালে পৌর শ্রমিক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর শ্রমিকদলের সভাপতি একে আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সামছুল আলম সরকারের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান,পৌর শ্রমিকদলের যুগ্ন সম্পাদক আসাদুল্লাহ বাবু, হারুন অর রশিদ, শাহদাত হোসেন, সম্রাট ভূঁইয়া ,সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম,গাজী রায়হান রবিন প্রমূখ ।এসময় বক্তারা বলেন গার্মেন্টস শিল্পকে ধংস করার জন্য একটি কুচক্রী মহল শ্রমিকদের উসকানী দিচ্ছে তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
কারো উসকানীতে পা দেওয়া যাবে না।এবং সবাইকে দৃষ্টি রাখতে হবে যাতে করে শিল্প প্রতিষ্ঠান গুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় ।এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অংঙ্গসংঠনের বিভিন্ন নেতা কর্মীরা।