বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে ফ্রি মেডিকেল ক্যাম্প

কালিয়াকৈরে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের উত্তর কাঞ্চনপুর এলাকায় জনকল্যাণ যুব সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও মহান শহীদ দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জনকল্যাণ যুব সংঘের উদ্যেগে রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সার্বিক সহযোগিতার এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় ২ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ১৫০ জন অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, স্ত্রী রোগ  সমস্যা নির্ণয় সহ পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

এই ক্যাম্পেইন এ সভাপতিত্ব করেন জনকল্যাণ যুব সংঘের সভাপতি মো : রফিকুল ইসলাম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন পরিষদের ৩ নং ওর্য়াডের মেম্বার আসাদুজ্জামান খান( আসাদ)।

এছাড়া জনকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মো : সোলাইমান হোসেনের পরিচালনা মেডিকেল ক্যাম্পিং কার্যক্রম চিকিৎসা  সেবা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মামুন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাঃ জান্নাতুল ফেরদৌস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments