
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার রাতে শিলাবৃষ্টির তান্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি গাছপালা ফসলি জমি।
এলাকাবাসী সূএে জানা যায়, উপজেলার বোয়ালী ইউনিয়ন ও মধ্যপাড়া ইউনিয়নে ব্যাপক বজ্র বৃষ্টি ও শিলা বৃষ্টি পড়েছে । বজ্র বৃষ্টির তান্ডবে মানুষের ঘর বাড়ি গাছ পালা ফসলি জমি ও রাস্তা ঘাট নষ্ট হয়েছে।
টিনের চালে শিলাবৃষ্টি পড়ে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। কোন কোন বাড়ির ঘরের টিনের ছাউনি উড়িয়ে অন্যত্র ফেলে দিয়েছে।
শিলা বৃষ্টির তান্ডবে মানুষের মাথা গুজার ঠাই নিয়ে জনসাধারণ আতঙ্কে রয়েছে। বজ্র বৃষ্টির কারণে গাছ পালা ভেঙ্গে পড়েছে। ফসলাদি ডালা পালা তছনছ হয়ে গেছে। ধান গাছের শিষ শিলা বৃষ্টির তান্ডবে লন্ডভন্ড। মাথা গুজার ঠাই নেই, ঘরের ভিতর থেকে আকাশ দেখা যাচ্ছে। ঘরের কাজ যেন আবার নতুন করে শুরু করতে হবে এতে জন গন চরম দুর্ভোগে। ওপর দিকে বজ্রবৃষ্টি ও শিলার কারণে হাজারো ঘর বাড়ি বিধস্ত হয়েছে। ঝড় ও শিলা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৌসুমী ফল আম, জাম, লিচু, কলা, ভুট্রা, ধান সহ বিভিন্ন রকমের ফসল ফসলাদির। বজ্র বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটি গাছপালা উপড়ে পড়েছে। তবে ভয়াবহ এই ঝড়ের পর হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
যাদের ঘরের টিন নষ্ট হয়ে গেছে,পিপড়াছিট গ্রামের মাইনুল সিকদার,কাকচালা গ্রামের, মহিমা আক্তার,,গাছবাড়ি গ্রামের শরাফত হোসেন, শ্রীপুর গ্রামের দুলাল মিয়া,গাফ্চালা গ্রামের জাকির হোসেন, নলুয়া গ্রামের আব্দুল মালেক ও ফজলু মিয়া, সহ প্রায় ৫০০/৬০০ ঘর বাড়ি ক্ষতি হয়েছে।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানান বোয়ালী ইউনিয়নের ঝড় ও শিলা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে, আমাদের গাজীপুর ১ আসনের এমপি ও মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে অনুরোধ করবো দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কৃষকদের যেন সার্বিক সহযোগিতা করা হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান গতকালের শিলাবৃষ্টি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করে তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগিতা করা হবে ।