বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের উপর ব্যবসায়ীদের হামলা, ম্যাজিস্ট্রেট লাঞ্জিত ।

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের উপর ব্যবসায়ীদের হামলা, ম্যাজিস্ট্রেট লাঞ্জিত ।

স্বপন সরকার, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত চলাকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের উপর হামলা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে লাঞ্চিত করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পালিয়ে যায়।

জানা যায়, উপজেলার সফিপুর বাজার এলাকায় মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান কালিয়াকৈর সহকারী কমিশনার(ভুমি) দিল আফরোজের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে আসে। এসময় তার সঙ্গে কয়েকজন পুলিশ ও ১০/১২ জন ছাত্র ছিল। বাজারের আরিফ ও রাজু মিয়ার দোকানে মালামাল ক্রয় বিক্রয়ের ভাউচার না থাকার অভিযোগে দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে থাকা ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে ভ্রাম্যমান আদালতকে লক্ষ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেটকে ঘেরাও করে শ্লোগান দিতে থাকে। এসময় সঙ্গীয় পুলিশ ব্যবসায়ীদের বাধা দিলে পুলিশসহ ম্যাজিষ্টেকে লাঞ্চিত করে। অবস্থা বেগতিক দেখে ভ্রাম্যান আদালতের ম্যাজিষ্টেটসহ সঙ্গে থাকা লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই আন্দোলনকারী ব্যবসায়ীরা পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার পরিদর্শক(তদন্ত) জাফর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই জড়িতরা পালিয়ে যায়। তবে সরকারীকাজে যারা বাধা প্রদান করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ বলেন, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহি কতায় মঙ্গলবার উপজেলার সফিপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বাজারের ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের কাজে বাধা দেয়। সরকারী কাজে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই ঘটনায় জড়িত ব্যবসায়ীরা পালিয়ে যায়। বিষয়টা আমরা খতিয়ে দেখে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments