বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে, অবৈধ  ইটভাটাকে দশ লক্ষ টাকা জরিমানা

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে, অবৈধ  ইটভাটাকে দশ লক্ষ টাকা জরিমানা

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  অবৈধ ইটভাটা,  ইট তৈরিতে অনিয়ম ও বৈধ কাগজপএ না থাকায় ,পরিবেশ অধিদপ্তরের ছাড় পএ না থাকায়,  অনুমোদনহীন স্থান থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা হয়েছে। এ সময় তিনটি ইট ভাটাকে ১০ লক্ষ টাকা  জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে উপজেলার আটাবহ  ইউনিয়নের দরবাড়িয়া এলাকায় ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রন)  আইনে এই অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী  ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা সহকারী কমিশনার  (ভূমি)  অনিন্দ্য গুহ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার শাহবাজপুর ভূমি অফিসার গিয়াস উদ্দিন, এস আই,আফজাল হোসেন সহ আনসার সদস্যবৃন্দ।

জরিমানাকৃত ইট ভাটা গুলোর মধ্যে জে. আর. বি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে জে. আর. বি ইট ভাটার ম্যানেজার সোহেল রানাকে  অনাদায়ে দুই মাসের বিনাশ্রম জেল,  এস.  বি স্টার ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় ও ইট ভাটার মালিক নাসির উদ্দিন  মন্ডলকে অনাদায়ে দুই মাসের জেল,  এন. বি.এম ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ইটভাটাকে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ইটভাটার কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, তিনটি ইটভাটাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এদের কোন বৈধ কাগজপত্র না থাকায়, পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না থাকায়  তিনটি ইটভাটাকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments