বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে রিক্সা-ভ্যান মালিক সমিতির নির্বাচন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

কালিয়াকৈরে রিক্সা-ভ্যান মালিক সমিতির নির্বাচন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রিক্সা ভ্যান মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে শুরু হয়েছে পক্ষে বিপক্ষে চরম উত্তেজনা। গত সাবেক কমিটির সর্বশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের মাধ্যমে পরবর্তী কমিটি গঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।সেখানে নির্বাচন প্রত্যাশী সভাপতি সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকটি পদের জন্য মনোনয়ন ফরম ফি বাবদ ১৫০০০ টাকা নির্ধারণ করা হয়।এবং সমাজসেবা অফিসের কর্মকর্তা সহ বেশ কয়েকজন এই নির্বাচনকালীন একটি এডহক কমিটি গঠন করেন। গতকাল সকালে উপজেলা চত্বরে আনোয়ার, মোয়াজ্জেম,মানিক এর অনুসারীরা নির্বাচন বাতিল চেয়ে পূর্বেকার হিসাব প্রদান সাপেক্ষে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন,মানিক হোসেন,মোয়াজ্জেম হোসেন,রন্জু মিয়া প্রমুখ।
 বক্তারা জানান,  বর্তমান যে কমিটি রয়েছে সেই কমিটির কাছে লক্ষ লক্ষ টাকার হিসাব রয়েছে,সে হিসাব আগে প্রদান করতে হবে এবং মনোনয়ন ফরমের ফি মূল্য কমাতে হবে এবং সকলকে নিয়ে আলোচনা করে একটি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে; অন্যথায় এই নির্বাচন আমরা মানি না এবং হতে দেবো না। অপরদিকে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সদস্য রকি এবং সাবেক যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম ড্রাইভার বলেন কমিটির মেয়াদ শেষ হওয়ার সময় সাধারণ সভা ডাকা হয় সেই সভায় সর্বসম্মতিকর্মে বর্তমান যে নির্বাচন প্রক্রিয়া চলছে এ ব্যাপারে সিদ্ধান্তগ্রহীত হয় এবং সেই মতেই নির্বাচন প্রক্রিয়া চলমান। হিসাবের বিষয়টি নিয়ে তারা জানান, যথাযথ নিয়ম মেনে এবং উপজেলা  সমাজসেবার কর্তৃক অডিট এর মাধ্যমে সমস্ত হিসাব পত্র করা হয়েছে। সুতরাং নির্বাচন বাতিল চেয়ে প্রতিপক্ষ যে অভিযোগ গুলো দাঁড় করাচ্ছেন সেগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments