
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার সফিপুর টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে বুধবার বিকাল চারটার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে হালিম মিয়া(১৮)নামের এক তরুন নিহত হয়েছেন ।
নিহত তরুন হলেন পঞ্চগড় জেলার দেবীধস উপজেলার ময়দানের মাঠ গ্রামের মাজেদুল ইসলামের ছেলে ।নিহত তরুন উপজেলার মৌচাক সিনাবহ এলাকার আক্কাস আলীর ভাড়া বাসায় মামা বেলাল হোসেনের কাছে বেড়াতে এসে এ দূর্ঘটনার শিকার হন ।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায় ১ সপ্তাহ আগে মামা বেলাল হোসেনের বাসায় বেড়াতে আসেন হালিম ।বুধবার বিকাল চারটার দিকে বেলাল হোসেনের মোটরসাইকেল চালাতে সড়কে নিয়ে যান ভাগ্নে হালিম। এসময় সিনাবহ যমুনা কারখানার সামনে দ্রুতগতিতে আসার সময় সড়কের স্প্রিট বেকারের কাছে নিয়ন্ত্রন হাড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন ওই তরুন ।পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ ।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন বলে জানান কালিয়াকৈর থানার উপ পরির্দশক ইসমাইল হোসেন।