বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

কালিয়াকৈরে সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে র‍্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার সাবিরা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওারের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, আফসার খান বিপুল, দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ ও সমবায়ের উপকার ভোগী সদস্য বৃন্দ ।

বক্তারা জানান, সমবায়ের মাধ্যমে বেকারত্ব, দূরীকরণ, দারিদ্র্যতা দূরীকরণ, কৃষিকাজ, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণদান, জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন করা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments