
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে সাব্বির রহমান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধন সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত ৮ ঘটিকায় উপজেলার সফিপুর বালুর মাঠ এলাকায় ইউনিক টাওয়ারের নবম তলার ছাদ থেকে ফেলে দিয়ে সাব্বিরকে হত্যাকান্ডের ঘটনা ঘটায়। হত্যাকান্ডটি ঘটিয়েছে সফিপুর এলাকার আব্দুর রহিমের ছেলে রাকিব রায়হান ও সাকিব রহমান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখনো কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাব্বির রহমানের মা সুফিয়া খাতুন, বড় ভাই আবির হোসেন, শিক্ষক জাকির হোসেন ও গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক পাঠান আজাহার প্রমূখ।