
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌরসভার ৬ নং ওর্য়াডে ৪৫ তম বার্ষিক চড়ক পুজা উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ১৪) এপ্রিল কালামপুর সর্বজনীন কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে ৪৫ তম বার্ষিক চড়ক পুজা উদযাপিত হয়েছে।
এই চড়ক পুজার সভাপতিত্ব করেন কালামপুর সর্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী বাদল বর্মন।
কালামপুর সর্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুমিত কুমার বর্মনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা যুবলীগের সভাপতি হিরো আলম, উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রাথী রতন কুমার সাহা, কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওর্য়াডের কাউন্সিলর আবুল কাশেম,কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উষা রন্জন কোচ, বাপ্পি খৃষ্ট দাস। এছাড়া উপস্থিত ছিলেন চড়ক পুজা দর্শনাথীরা।