বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে বেপরোয়া সিএনজি চালিত যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে বেপরোয়া সিএনজি চালিত যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন

নাজমুল হক,কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি প্রতিনিধি
”আর নয় সড়ক মৃত্যু,শান্তি ও নিরাপদ হোক পথিকের পথচলা”এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাওনা আুঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার এলাকায় কালিয়াকৈর টু মাওনা সড়কের ৩২ কিলোমিটর সড়কে বেপরোয়া সিএনজি চালিত যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে  এলাকাবাসী ও পথচারীরা।
মানববন্ধনে এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদুল ইসলাম মেহেদী, সাধারণ সম্পাদক, মোঃ জাহিদ হাসান, সহ-সভাপতি, রাকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক, নাদিম সিদ্দিকী প্রমুখ । এসময় আরো উপস্থিত  ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সিএনজি চালক বৃন্দ, পথচারী ও এলাকার গণ্যমান্য বৃক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।
এসময় বক্তারা বলেন  ঘন্টায় ৫০ কিলোমিটার সর্বোচ্চ গতিতে চলবে, চার (৪) জনের বেশী যাত্রী ওঠানো যাবে না। মাগরিবের আজান হয়ে গেলেই কোন সিএনজি ভাড়া বাড়ানোর নামে কোন সিন্ডিকেট করতে পারবে না । এছাড়াও কালিয়াকৈর থেকে সরাসরি মাওনা বা মাওনা থেকে সরাসরি কোন সিএনজি কালিয়াকৈর যাবে না। বক্তারা আরো বলেন কালিয়াকৈর থেকে ফুলবাড়ীয়া পর্যন্ত এবং ফুলবাড়ীয়া থেকে মাওনা পর্যন্ত গাড়ী যাত্রী সেবা দিবে  ড্রাইভারের গাড়ী চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
গত এক সপ্তাহে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের পৃথক স্থানে সিএনজির বেপরোয়া গতির কারনে ট্রাক ও কাভারভ্যানের  মুখিমুখি সংর্ঘষে ৫ জন নিহত হয়  । এছাড়াও গেলো কয়েকমাসে একই রোডে বিভিন্ন স্থানে  সড়ক দূর্ঘটনার কবলিত হয়ে ৩০ জনের অধিক ব্যক্তির মৃত্যুসহ অর্ধ  শতাধীক ব্যক্তি পঙ্গুত্ব বরন করেছেন । এর ধারাবাহিকতায় সড়কটিকে সকল প্রকার সিএনজি চালিত যানবাহন বন্ধে এলাকাবাসী মানববন্ধন পালন করেন  ।এছাড়াও সড়কটিকে নিয়মিত হাইওয়ে ,ট্রাফিক পুলিশের টহলের ব্যবস্থার আহ্বান জানান এলাকাবাসী ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments