
নাজমুল হক,কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প উত্তরপাড়া এলাকায় বুধবার(৫ র্মাচ) বিকালে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই কলোনীর ২০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ওই এলাকার তাইজুদ্দিন ও রফিকুল ইসলামের বাড়িতে সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের দের ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৬.১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে । তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি ।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় বুধবার বিকালে সাড়ে চারটার দিকে প্রথমে তাইজুদ্দিন আহমেদের ভাড়া বাড়ির ভাড়াটিয়া রতন মিয়ার কক্ষ থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে । পরে মূহুর্তে আগুনের লেলিহান শিখা পাশের অন্যন্য কক্ষসহ পাশের কলোনিতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় ।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দেড় ঘন্টার চেষ্ঠায় সন্ধ্যা ৬.১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে ।এসময় তাজউদ্দিনের ১৫টি টিনসেট কক্ষ ও রফিকুলের ৫ টি আধাপাকা কক্ষ পুড়ে যায় ।তবে তাতক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা । এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি ।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকা ।
ওই বাড়ির ভাড়াটিয়া শাহলম ও ইসরাফিল মিয়া জানান বিকাল সাড়ে চারটার দিকে গ্যাস সিলিন্ডারের বিকট শব্দ শুনতে পাই ।পরে রুম থেকে বের হয়ে দেখি আমার সামনের কক্ষে আগুন দাউ দাউ করে জলছে । কিন্তু মুর্হুতে আমার কক্ষসহ অন্যন্য কক্ষ পুড়ে যায় আমরা শুধু প্রাণ টা নিয়ে বেচে ফিরেছি ।কোন মালামাল বাহির করতে পারিনি আজকেই বেতন পেয়েছি কক্ষে র্স্বনসহ নগদ ৩৭ হাজার টাকা ও আসবাব পত্র ছিলো কিছুই বাহির করতে পারিনি ।আমাদের এখন পড়ার মতো কোন কাপর নেই ।আমরা নিশ্য হয়ে গেছি ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনর্চাজ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ।তকে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে জানা যাবে ।