বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাকিশোরগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনায় আহত ৫

কিশোরগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনায় আহত ৫

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

লাশবাহী গাড়ীতে স্বজনের মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজবাড়ি নিয়ে আসার পথে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়েছে। এতে চালক সহ ওই গাড়ীতে থাকা ৫জন আহত হয়। মঙ্গলবার বিকালে উপজেলার রংপুর সড়কের মন্থনায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের মজিবর মেম্বারপাড়া গ্রামের আজিজার রহমান (৬৫) জটিল রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ স্বজনরা একটি ভাড়া করা লাশবাহী গাড়িতে রংপুর থেকে নিজবাড়ি নীলফামারীর দিকে যাচ্ছিল। হটাৎ একটি বেপরোয়াবাহী মোটরসাইকেল সামনে আসায় লাশবাহী গাড়ীর চালক রনি ইসলাম(৩০) গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের ধারে বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসে থাকা চালক সহ ৫জন গুরুতর আহত হয়। অপর চারজন আহতরা হলেন ইটাখোলা এলাকার শাহজাহান(২৮), আবু মুছা(৩৫), নুর জামান(৪৫) ও বাবুল হোসেন(৬৫)। উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নেয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশবাহী গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়। পাশাপাশি লাশবাহী গাড়ীতে থাকা মৃতব্যাক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments