বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলাকুড়িগ্রামের নাগেশ্বরীতে সুপারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সুপারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মোঃ রুহুল কুদ্দুস , নাগেশ্বরী(কুড়িগ্রাম) শিক্ষানবিশ প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নলকূপের পাশে পড়ে থাকা অবস্থায় রতন দত্ত( ৪৮) নামে এক সুপারি ব্যবসায়ীর দেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। 
গতকাল বৃহস্পতিবার ২৪ এপ্রিল উপজেলার আলেমের তেপতী বাজার এলাকা থেকে এমরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যু রতন দত্ত লক্ষীপুর জেলার বাঞ্ছা নগর থানা রোডের স্বর্গীয় চাইলস দত্ত ও স্বর্গীয় নকুল দত্তের পুত্র বলে জানা গেছে। তার এ মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করেছে। 
জানা গেছে প্রায় দুই সপ্তাহ ধরে তিনি নাগেশ্বরীর বিভিন্ন হাট বাজার থেকে সুপারি সংগ্রহ করেছিলেন এবং তার নিজ এলাকায় পাঠিয়ে ছিলেন এ সময় তার সঙ্গে থাকার সহযোগী গিয়াস উদ্দিন তিনি দুইদিন আগেই  ফিরে যান।
স্থানীয় আড়ৎ দার মোঃ আমিনুল ইসলাম( ৬৫) জানান রতন দত্ত নিয়মিত আমার আড়ত থেকে সুপারি কিনতেন। ২৫ শে এপ্রিলের মধ্যে বাড়ি ফিরে যাবার কথা  ছিল। আমরা ভাবতেও পারিনি এর আগে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটবে। 
জানা যায়, গতকাল রাত থেকে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা অনুভব করেছিলেন এবং স্থানীয় এক চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন। রাতে টিবয়েল এর পানি তুলতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান, সকালে এলাকাবাসী তার নিথর দেহ টিবয়েল এর পাশে পড়ে থাকতে দেখে হতভম্ব হয় স্থানীয় পুলিশকে জানালে খবর পেয়ে ঘটনা স্থল হতে মৃতদেহটি উদ্ধার করে।
 বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে  ধারণা করা হচ্ছে। অধিকতর তদন্ত্রের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments