বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাকুমিল্লায় অনুষ্ঠিত হয় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৪

কুমিল্লায় অনুষ্ঠিত হয় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৪

মোঃ আবু জাফর, কুমিল্লা (আদর্শ সদর) শিক্ষানবিশ প্রতিনিধি ।

বিশেষ প্রতিবেদন: শনিবার নগরীর ফান টাউন অডিটরিয়ামে ৪৪ টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ( প্রশাসন) মোহাম্মদ বদিউজ্জামান দিদার অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা।

লিডব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সরকারী জেলা শিক্ষা কর্মকর্তা রিক্তা বড়ুয়া এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং প্রধান মোঃ সেকান্দার ই আজম এ সময় উপস্থিত ছিলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ মোক্তার আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিরা বলেন, শৈশব থেকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় নতুন প্রযুক্তির সাথে পরিচিতির জন্য বাংলাদেশ ব্যাংক ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ে অনুমোদন দেয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অন্যতম পদক্ষেপ হিসেবে ২০১০ সালে বাংলাদেশে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে।অর্থব্যবস্থাপনায় দক্ষতা,সঞ্চয়ের মনোভাব বৃদ্ধি ও অভ্যাস গঠনে এই পদক্ষেপ সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করা হয়।

কনফারেন্স শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতাও পুরস্কার দেয়া হয়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments