
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পঞ্চগড় জেলা, ঠাকুরগাঁও জেলা, দিনাজপুর জেলায় ২৪ জুন সোমবার থেকে মতবিনিময় সভায় নেতৃত্ব দিবেন ভিপি ইব্রাহিম। বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের নেতৃত্বে ৩ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, গনতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী কৃষকদলের নিজ নিজ জেলা ও মহানগরের নেতৃবৃন্দকে মতবিনিময় সভাকে সফল করার জন্য উদ্যেগ গ্রহন করার কেন্দ্রীয় ভাবে নির্দেশনা দেয়া হয়েছে।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভিপি ইব্রাহিম জানায়, জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, গনতন্ত্র প্রতিষ্ঠা করা, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করা, জনগনকে সচেতন করাই হবে মতবিনিময় সভার উদ্দেশ্য।