বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাকোটালিপাড়ায় দোকানপাঠ লুটপাট ও ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ।

কোটালিপাড়ায় দোকানপাঠ লুটপাট ও ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ।

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি।

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার রাধাগন্জ ইউনিয়নের ভাংগারহাট বাজারের দক্ষিণ পাশে মোষি বাবুল ঘরজা নামের এক ব্যবসায়ীর দোকান লুটপাট ও হত্যার চেষ্টা করে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী বাবলু ঘরজা বলেন আমি দোকান খুললে কিছু ওতপেতে থাকা লোকজন এসে আমার দোকান ভাংচুর করতে লাগে আমি বাঁধা দেই।আমি আমার মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারন করতে গেলে আমার ফোন নিয়ে ভেঙ্গে তজনজ করেএবং আমাকে হত্যার চেষ্টা করে। আমি কোন রকম জীবন নিয়ে পালিয়ে যাই। হামলাকারীরা আমার ব্যবসায়িক প্রতিষ্টান থেকে নগদ ১ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।হামলাকারীরা হলেন (১)ধীরেন হালদার, (৪০)(২)আনন্দ হালদার(৫৫) পিতা মৃত বৌদ্ধ মন্ত হালদার (৩)কৃষ্ণ হালদার(৩৯)পিতা মৃত কালু হালদার(৪)স্বপন হালদার সহ আন্যান্ন ব্যাক্তি।তাদের সাথে আমার কোন শএুতা আছে বলে আমার মনে পড়ে না। তবে গতকাল কোটালিপাড়া উপজেলা ১ম ধাপ নির্বাচন শেষ হয়,এখানে হামলা কারীদের বিপক্ষে নির্বাচন করিআমি, আমার দল পরাজিত হয়, আমার মনে হয় সেটার রেস হিসাবে আজকের এ হত্যা চেষ্টা লুটপাট। ঘটনা স্থানে ভাংগার হাট নৌতদন্ত কেন্দ্রের আই, সি , ইমদাত হোসেন উপস্থিতিতে বুঝতে পেরে পালিয়ে যায় হামলাকারীরা।

ওখানে সত্যতার আলামত হিসেবে ব্যবসায়ীর ভাংচুর মোবাইল, ও দোকান পাট প্রমানিত হয়।এ বিষয়ে আই, সি, ইমদাতের কাছে জানদে চইলে তিনি জানান ঘটনা সত্য, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছেন আজ সন্ধ্যাে মিমাংসা হবে।

ভুক্ত ভোগী হাসপাতালে ভর্তি হয়ে, কোটালিপাড়া থানায় একটি লিখিত অফিযোগ দায়ের করেন। কোটালিপাড়া থানার ওসি মো ফিরোজ আলম বলেন অভিযোগ পেয়েছি আমরা সত্যতা যাচাই করব।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments