বাড়িবাংলাদেশেখুলনা বিভাগমোংলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার ওপর আওয়ামী লীগের দোসরদের হামলা,থানায়...

মোংলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার ওপর আওয়ামী লীগের দোসরদের হামলা,থানায় মামলা

খান জিল্লুর রহমান ,নিজস্ব প্রতিনিধি (রামপাল) বাগেরহাটঃ
মোংলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক খালিদ শেখ (২৪) তার সঙ্গীদের নিয়ে ১৭ মার্চ বেলা ১১:৩০ টার দিকে মোংলা উপজেলা পরিষদের মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে হঠাৎ তাদের ওপর হামলা করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, মো. রিয়াজুল ইসলাম রিহাদের নেতৃত্বে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১৪-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে তাদের পথরোধ করে এবং হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় মো. রিয়াজুল ইসলাম রিহাদ ধারালো চাপাতি দিয়ে খালিদ শেখের মাথায় কোপ মারতে গেলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন, ফলে তার দুই হাতের তালু ও আঙুলে গুরুতর জখম হয়। এছাড়া, নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান শেখ (২৫) ও সদস্য আব্দুল্লাহ শেখ (৩৫) প্রতিরোধ করতে গেলে তাদেরও লোহার রড ও জিআই পাইপ দিয়ে আঘাত করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা খালিদ শেখের পকেট থেকে জমির রেজিস্ট্রেশন ফি বাবদ রাখা ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলার শিকার আল ইখলাখ নামে আরেকজনকে কিল, ঘুষি ও লোহার রড দিয়ে মারধর করা হয়।
স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে হামলাকারীরা হাসপাতালে পৌঁছেও ভুক্তভোগীদের ওপর দ্বিতীয় দফা হামলা চালায় এবং ৬০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দাখিলের পর প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে হামলার সঙ্গে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো এলাকায় সক্রিয় থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments