বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাখাল নেই, পঁাচ কপাটের স্লুইজের টেন্ডার, বন্ধের দাবীতে মানববন্ধন।

খাল নেই, পঁাচ কপাটের স্লুইজের টেন্ডার, বন্ধের দাবীতে মানববন্ধন।

এস এম নাসির মাহমুদ ,আমতলী (বরগুনা) সংবাদদাতা।

খাল নেই,কিন্তু বরগুনা পানি উন্নয়ন বোর্ড লোচা মরা খালে পাচ কপাটের স্লুইজের টেন্ডার করেছে। লোচা খালে স্লুইজ গেট নিমার্ণ করা হলে ওই এলাকার অন্তত পঁাচ শতাধিক পরিবার তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। দ্রুত স্লুইজ গেট অনাত্র সরিয়ে নিমার্ণের দাবী জানিয়েছেন তারা। এ স্লুইজের নির্মাণ কাজ বন্ধের দাবীতে সোমবার সকালে লোচা গ্রামে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অন্তত পঁাচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, লোচা খালে স্লুইজগেট নিমার্ণের প্রয়োজন নেই। ওই স্লুইজ অনাত্র সরিয়ে নেয়ার জন্য বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলীকে অবহিত করেছি।

জানাগেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন ও পৌরসভার মধ্য দিয়ে লোচা খাল। ওই খালের একাংশে অন্তত এক’শ বছর আগে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বঁাধ নিমার্ণ করে। বঁাধ নিমার্ণ করায় খাল ভরাট হয়ে গেছে। ওই খালের মধ্যে অন্তত পঁাচ শতাধিক পরিবার বাসাবাড়ী নিমার্ণ করে বসবাস করছেন। ওই খালের তেমন চিহৃ নেই। বহু কবরস্হান রয়েছে। কিন্তু বরগুনা পানি উন্নয়ন বোর্ড ওই খালে পঁাচ কপাটের স্লুইজ নিমার্ণের টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে। অল্প দিনের মধ্যে স্লুইজ নিমার্ণ কাজ শুরু হবে। স্থানীয়দের অভিযোগ লোচা খালের এলাকার মানুষের সঙ্গে কোন আলোচনা না করেই বরগুনা পানি উন্নয়ন বোর্ড পঁাচ কপাটের স্লুইজ নিমার্ণ কাজের প্রাক্কলন তৈরি করে টেন্ডার দিয়েছেন। তাদের আরো অভিযোগ শত বছর আগে খাল ভরাট হয়ে গেছে। খালের মধ্যে অন্তত পাচ শতাধিক পরিবার বাস বাড়ি নিমার্ণ করে বসবাস করে আসছেন। তারা। লোচা মরা খালের স্লুইজ গেট নিমার্ণ বন্ধের দাবীতে সোমবার লোচাগ্রামে এলাকাবাসী মানববন্ধন করেছেন।াসাবেক কাউন্সিলর ফখর উদ্দিন ফকু – র সভাপতিত্বে ঘন্টাব্যপী মানববন্ধনে বক্তব্য রাখেন মো, নাশির উদ্দিন হাওলাদার, মোঃ আউয়াল গাজী, শিউলী বেগম, মোসাঃ বেগম ও রেনু আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, ১০০ বছর আগে লোচা খালের মাথায় বন্যা নিয়ন্ত্রণ বঁাধ নিমার্ণ করে পানি উন্নয়ন বোর্ড। । ওই খালের ১০০ গজ দুরে উৎসীতলা প্রবাহমান খাল রয়েছে। ওই খালে এক কপাটের স্লুইজ রয়েছে। লোচা খালে স্লুইজ নিমার্ণ বন্ধ ও উৎসীতলা খাল সংস্কারের দাবী জানিয়েছেন তারা।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments