বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাখালিয়াজুরীতে ইয়াবাসহ মাদককারবারী ৩ জন আটক

খালিয়াজুরীতে ইয়াবাসহ মাদককারবারী ৩ জন আটক

মো: জাকির হোসেন ।। খালিয়াজুরী (নেত্রকোনা) শিক্ষানবিশ প্রতিনিধি

নেত্রকোণার খালিয়াজুরীতে মাদকদ্রব্য বিক্রয়কালে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মকবুল হোসেন। ২ নভেম্বর(শনিবার) সকাল সোয়া দশটায় ২৪ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ীদের আটক করা হয়। 

 

আটককৃত ব্যক্তিরা হল খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসদপুর গ্রামের চান মিয়ার ছেলে কুতুবউদ্দিন (৫২), চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের জমিরউদ্দীনের ছেলে মোঃ হারুন মিয়া (৩৪) ও আরশেদ আলীর ছেলে দবির আলী(৩৪)।

পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রয় কালে থানা উপ-পরিদর্শক মোঃ রিয়াজুল হকের  নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে খালিয়াজুরী নতুন বাজারের বিজয় সরকারের চায়ের দোকানের সামনে ২৪ পিস  ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে থানার ওসি মোঃ মকবুল জানান, আটককৃত ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ্জ্বু করে  আদালতে প্রেরণ করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments