বাড়িখুলনা বিভাগকুষ্টিয়া জেলাখোকসা কালীবাড়ি বাধপাড়ায় অগ্নিকাণ্ডে ৬ বাড়ি আগুনে পুড়ে ছাই

খোকসা কালীবাড়ি বাধপাড়ায় অগ্নিকাণ্ডে ৬ বাড়ি আগুনে পুড়ে ছাই

সাজ্জাদ  আহম্মেদ খোকসা (কুষ্টিয়া) নিজস্ব প্রতিনিধি

রান্নার কাজে ব্যবহার করা খরি থেকে  জ্বলে ওঠা আগুনে ছয়টি ঘর পুড়ে গেছে। আজব আলী তার বাড়ির আগুনে সরকারি জমিতে বসতকারী ছয়টি ভূমিহীন পরিবারের ঘরপুড়ে গেছে।

বুধবার সকাল ১১ ঘটিকার দিকে কুষ্টিয়া খোকসা পৌর এলাকার ২ নং ওয়ার্ডে বাধপাড়ায় মসজিদের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে বসবাসকারী ভূমিহীনদের বসতবাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে  মিলন, রাসেল, আরিফ,আব্দুল হক,সিরাজুল ইসলাম, আজব আলীর বাড়িতে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এ সময় একাধিক বাড়ির রান্নাঘরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হয়। গ্যাসের কারণে আগুনের তেজস্ক্রিয়া বেড়ে যায়।

গড়াই নদী থেকে ১০০ মিটার দূরে এই ভূমিহীনদের বাড়ি।  আশেপাশে পানি না থাকায় স্থানীয় নারী পুরুষরা মাটি ও বালি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে তাদের সাথে যোগ দেয় খোকসা কুমারখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

ভূমিহীনদের প্রায় অর্ধ কোটি টাকার ঘরবাড়ি আসবাবপত্র টিভি ও ফ্রিজ পুড়ে যায়।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর পরে পুলিশ উপস্থিত হয়।

ছয় পরিবার পুড়ে গেছে অল্পের জন্য আরও পাঁচটি বাড়ি রক্ষা পেয়েছে।

খোকসা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা পৌঁছায় পরে কুমারখালী ফায়ার সার্ভিসে আরো একটি ইউনিট ডাকা হয় দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments