
কুমারখালী(কুষ্টিয়া)প্রতিনিধি
খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য অনুসারে ইং-১৭/০৪/২০২৫ তারিখ সকাল ০৭.০০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন শোমসপুর এলাকা হইতে খোকসা থানার মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫ ইং ধারা- 4/5/6 The Explosive Substances Act, 1908; তৎসহ 15(3)/25D The Special Powers Act, 1974; এর আসামী মোঃ রহিম খান (৫৮),পদবীঃ-খোকসা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পিতা-মৃত সামছুদ্দিন খান, সাং-শোমসপুর, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হইয়াছে।