বাড়িখুলনা বিভাগকুষ্টিয়া জেলাখোকসা পৌর মাছ বাজার তহ বাজার ও প্রধান সড়ক গুলোতে অভিযান পরিচালনা...

খোকসা পৌর মাছ বাজার তহ বাজার ও প্রধান সড়ক গুলোতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক

সাজ্জাদ আহম্মেদ খোকসা (কুষ্টিয়া) নিজস্ব প্রতিনিধি

খোকসা পৌর মাছ বাজার তহ বাজার ও প্রধান সড়কে  রাস্তার উপর দোকান ও মালা মাল রাখার কারনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও খোকসা পৌর প্রশাসক রেশমা খাতুন।

সোমবার বিকাল ০৪ ঘটিকার সময় খোকসা মাছ বাজার তহ বাজার ও খোকসা বাজার প্রধান সড়ক থেকে শুরু করে বাস ষ্ট‍্যান্ড পযর্ন্ত মালা মাল রাখার কারনে জন সাধারনের চলা চলের অসুবিধার কারনে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন সবাইকে সতর্কতা করে বলেন যে দূরত্ব অপসারণ না করলে জরিমানা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মোঃ সুজন আলী , উপ – সহকারী প্রকৌশলী মামুনর রশিদ ও বাজার পরিদর্শক আকমল হোসেন, লাইসেন্স পরিদর্শক রোকনুজ্জামান , অফিস সহকারী আশরাফুল আলম টিটো প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments