বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ। 

গলাচিপায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ। 

শিশির হাওলাদার, গলাচিপা (পটুয়াখালী)

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”-এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর গলাচিপার আয়োজনে জাতীয় যুব পতাকা উত্তোলন, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বৃহস্পতিবার বেলা ১০ টায় নতুন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফোরকান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান খান, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিনিধি, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সোয়েব মাস্টার। আলোচনা শেষে ৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব-যুবতীদের মাঝে ঋণের চেক ও সফল উদ্যোক্তাদের মাঝে ৭ লক্ষ ৪০ হাজার টাকা এবং ৩৫ হাজার টাকা যাতায়াত ভাতা প্রদান করেন। যুব ঋণ নিয়ে সফলতার বিষয়ে বক্তব্য রাখেন সাগর মিয়া, আঃ মজিদ মিয়া প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, যুব শক্তি যদি নিজেকে এবং দেশকে সমৃদ্ধি করতে হয় তা হলে অধিক পরিশ্রম ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেডের মাধ্যমে এবং মাইন সেট বা মানসিক শক্তি নিয়ে কাজ করে, তাহলে অল্প সময়ের মধ্যে সে উদ্যোক্তা হয়ে অন্য বেকার যুবক-যুবতীর চাকুরীর কর্মসংস্থান করে দিয়ে দেশের অর্থনৈতিক এবং নিজের আর্থিক স্বচ্ছলতা অর্জন করতে পারবে।এসময় অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ হালিম মিয়া।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments