বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

গলাচিপায় বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)

“কৃষক বাঁচাও দেশ বাঁচাও,এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কৃষকলীগ এর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৯ এপ্রিল সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ অফিস কক্ষে উপজেলা কৃষক লীগের সভাপতি মসিউল ইসলাম রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু সাহিন শাহ, আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সভাপতি হাজী মজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সরদার মুঃ শাহআলম,উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান বাবুল ভূইয়া,সহ কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরুর আগে জাতীয় ও দলিও পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় প্রধান অতিথি কৃষকের কাছে কাছে গিয়ে সকল নেতাকর্মীদের সচেতন করার জন্য বলেন। এই গরমে কৃষকে গাছের ছায়ায় একটু সময় জিড়িয়ে নেয়ার অনুরধ করেন।

তিনি আরো বলেন এশিয়ায় করোনাকালীন সময় কৃষকরা প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা সেটাকে প্রানে ধারন করে কৃষক ভাইয়েরা মাঠে কাজ করেছে বলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

এছাড়াও কৃষিতে যান্ত্রিকপ্রযুক্তি থাকায় সহজেই কৃষক তাদের ফসল ফলানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত সহজেই কৃষক করতে পারছে এটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments