বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

গলাচিপায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)

“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ও যৌথ আয়োজনে ১৫ই অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। পরে শিক্ষার্থীদের হাত ধোয়া, বিভিন্ন নিয়মকানুন ও সঠিকভাবে করণীয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহবুব হাসান শিবলী, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু,  গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ও ব্রাকের জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন। সভায় বিশ্ব হাত ধোয়া দিবসে সার্বিকভাবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন। সভায় সভাপতি বলেন সচেতন মানুষের চেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বস্তি এলাকা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে এই ধরনের হাত ধোয়া কর্মসূচি করতে পারলে সমাজ ও জনসাধারণ বেশি উপকৃত হবে বলে মনে করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments