বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় ভোক্তার অভিযান, ৯ হাজার টাকা জরিমানা।

গলাচিপায় ভোক্তার অভিযান, ৯ হাজার টাকা জরিমানা।

শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌর শহরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে পাঁচটি দোকানে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মো: শাহ শোহাইব মিয়া ও সেনেটারি ইন্সপেক্টর শুভঙ্কর চন্দ্র দাস। অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ ও নকল পন্য রাখার দায়ে ৫ টি দোকানে জরিমানা করা হয়। এসময় শেখর কসমেটিকস ৩ হাজার টাকা, লামিয়া কসমেটিকস এক হাজার ৫শত টাকা, বিসমিল্লাহ পোল্ট্রি এক হাজার ৫শত টাকা, মিম স্টোর্স ফলের দোকান দুই হাজার টাকা, ও রফিকুল ইসলাম বীজ ভান্ডারে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে মোঃ শাহ শোহাইব মিয়া জানান, রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। মঙ্গলবার গলাচিপা পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক ও জরিমানা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments